• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

যোগাযোগ

দুই মাস আগে নির্মিত কালভার্ট ধসে পড়ল খালে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ আগস্ট ২০২৩

মোস্তাফিজুর রহমান টিপু:
ইউনিয়ন উন্নয়ন তহবিল (বিবিজি) অর্থায়নে দুই মাসে আগে নির্মিত কালভার্ট ধসে খালে। স্থানীয়রা বলছে কালভার্ট নির্মাণে অনিয়ম হওয়ায় এমন পরিণতি। ইউপি সদস্য বলছে বরাদ্ধের সব টাকা কালভার্টে খরচ না করতে ইউনিয়ন পরিষদ থেকে নিদের্শনা দিয়েছে।
জেলা সদরের চররমনীমোহন ইউনিয়নে ১নং ওয়ার্ডে ছমিদ্দার খালের উত্তর পাড়ে পঞ্জু প্রধানের বাড়ী সংলগ্ন রাস্তার উপর নির্মিত কালভার্ট ধসে খালে পড়ে যায়। এতে দূর্ভোগের শিকার এ রাস্তা দিয়ে চলাফেরা করা সাধারণ জনগন।
২০২২-২০২৩ অর্থ বছরে ইউনিয়ন উন্নয়ন তহবিল (বিবিজি) থেকে কালভার্ট নির্মাণে ১লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্ধ দেয়। ন্যামপ্লেটে ঠিকাদারী প্রতিষ্ঠান এম. এস. ট্রেডার্সের নাম থাকলেও কাজটি প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আহাম্মদ আলী গোলদারের তত্বাবধানে নির্মিত হয়েছে।
ভুক্তভোগীরা বলেন, প্রকল্প বরাদ্ধের অর্ধেক টাকা দিয়ে কালভার্টটি নির্মান করলে এত অল্প সময়ে খালে ধসে পড়তনা। অনিয়ম ও দূর্নীতি কারণে কালভার্ট ধসে পড়ায় এ ভাঙ্গা রাস্তা দিয়ে স্ত্রী, ছেলে, মেয়ে নিয়ে আমাদের যাতায়ত করতে কষ্ট হচ্ছে।
ইউপি সদস্য জানান, কালভার্ট নির্মাণে ১লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হলেও ১লক্ষ টাকার মধ্যে কাজ শেষ করতে ইউনিয়ন পরিষদ থেকে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, বৃষ্টি কমলে পানি শুকিয়ে গেলে স্বাভাবিক ভাবে মানুষ চলাচলের জন্য যথাযথা ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads